ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

প্রায় দেড় ঘণ্টা পর সিরাজগঞ্জের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় বিকল হওয়া মালবাহী ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ সব ওয়াগন উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে সরিয়ে নেয়। এরপর এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, আড়াইটার পরে সেতুর পশ্চিম প্রান্তে আটকে থাকা পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এরপর ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথরবোঝাই ট্রেন মুলিবাড়ী চেকপোস্টের কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ইউসুফ দেওয়ান রাজু/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।