চুরির অপরাধে দুই শিশুকে নির্যাতন, বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চুরির অপরাধে দুই শিশুকে নির্যাতনের ঘটনা ঘটছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, খলিলুর রহমান ও মেহেদী হাসান।

নির্যাতনের শিকার শিশুরা হলো উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের ছেলে রাকিব (৯) ও রুবেল বয়াতির ছেলে হৃদয় (১১)। রাকিব ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং হৃদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার একই এলাকার খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসান দোকানে চুরির অভিযোগে রাকিব ও রুবেলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে শিশু রাকিবের মা রাশিদা বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নির্যাতনকারী বাবা ও ছেলেকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়।

এ ঘটনায় ভান্ডারিয়া থানা পুলিশের ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।