উল্লাপাড়ায় ডাম্প ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাম্প ট্রাকের চাপায় জুলহক আলী (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুলহক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় ঘোনা কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

accident

স্থানীয় বাসিন্দা লিখন ও মাসুদ রানা জানান, উপজেলার পিয়ারাপুর গ্রামের মোক্তার মাস্টার একটি ডাম্প ট্রাক ব্যবহার করে পুকুর খনন করছিলেন। বুধবার দুপুরে ডাম্প ট্রাকটি দেখার জন্য অন্যদের সঙ্গে সেখানে যায় জুলহক। এ সময় ডাম্প ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন সাহা পারভেজ জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।