সুন্দরবনে মাছ ধরার সময় নৌকাসহ ৩৩ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌ-পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার (১১ ডিসেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেহালা মরা খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা খুলনার মোংলা, দাকোপ ও কয়রার বাসিন্দা।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, বনদস্যু ‘জিয়া বাহিনীর’ কবল থেকে অপহৃত এক জেলেকে উদ্ধারের লক্ষ্যে ইন্সপেক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে বেহালা মরা খালে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে তারা জেলে বলে পরিচয় দেয় এবং তাদের দেয়া তথ্যমতে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।