ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা, তিনজন ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৯

পিরোজপুরের নাজিরপুর থেকে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গাওখালী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে আরও দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা খাইরুল চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুরের গাওখালী বাজার থেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে সুব্রত মজুমদার, আবু হাসান ও মোস্তাকিন বিল্লা নামে তিনজনকে আটক করে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে মানুষকে ডাক্তার পরিচয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিল।

কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় র‌্যাব সদস্যরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছড়া আরও দুইজনকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও থেরাপি দেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।