অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সস্তার বাজার থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় ব্যাটেলিয়ান সদরের বিশেষ টহল টিম উপজেলার সস্তার বাজার থেকে অনুপ্রবেশকারীদের আটক করে। এদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী এবং দুই জন শিশু রয়েছে। আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনের মামলা দায়েরের পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

এ নিয়ে ভারতে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি ঘোষণার পর গত নভেম্বর থেকে এখন পর্যন্ত ৩৩১ জনকে আটক করল বিজিবি।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।