চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গায় পিকআপভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর দৌলতদিয়ার এলাকায় বঙ্গজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই এলাকার মৃত আওলাদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক পিকআপভ্যানটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।