বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় সন্তান হারালেন মা
লক্ষ্মীপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পিকআপভ্যান চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু ছাত্রী নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পৌরসভার আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা পিকআপসহ চালক মামুন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত মারিয়া সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারিয়া তার মায়ের সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াবাজার এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে। এ সময় সিএনজি থেকে নেমে সড়ক পারাপারের সময় পিকআপটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় চালককে আটক করা হয়েছে।
কাজল কায়েস/এএম/এমএস