নৌকা থেকে নদীতে পড়ে প্রাণ গেল জেলের
লক্ষ্মীপুরের কমলনগরে ইঞ্জিনচালিত নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে ইমরান হোসেন (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (১৫) ডিসেম্বর) রাতে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মেঘনা নদীর বাতিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের মো. ইউছুফের ছেলে।
পুলিশ জানায়, নদীতে মাছে ধরে চার জেলে মতিরহাট ঘাটে ফিরছিলেন। বাতিরঘাট এলাকায় পৌঁছালে নদীতে পড়ে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে তাদের নৌকাটির জোরে ধাক্কা লাগে। এতে দুই জেলে নদীতে ছিটকে পড়ে। এর মধ্যে একজন সাঁতরে কূলে উঠতে পারলেও ইমরান ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজল কায়েস/আরএআর/এমএস