অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোস্তাফিজুর রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় শহরের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এলাকায় ঈশ্বরদী-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান বেড়া উপজেলার আমিনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে মোস্তাফিজুর মোটরসাইকেলে করে পাবনা-ঈশ্বরদী সড়কের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শহরের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে দাশুড়িয়া-ঈশ্বরদী অভিমুখি অটোরিকশা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মোস্তাফিজুর রহমান নিহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষযটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

আলাউদ্দিন আহমেদ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।