অটোরিকশার শো-রুমে তৈরি হয় বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯

নাটোরে একটি সিএনজি অটোরিকশার শো-রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাগজপত্র, কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তার সিল জব্দ এবং দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের বড়হরিশপুর এলাকার আরআর এন্টারপ্রাইজের অটোরিকশার শো-রুম থেকে এসব জব্দ করা হয়। আটক দুজন হলেন সিংড়া উপজেলার গোবিন্দ নগর এলাকার আবুল কালামের ছেলে শো-রুমের কর্মচারী হাফিজ হোসেন ও নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান।

Natore-Picture

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের বড়হরিশপুর এলাকার আরআর এন্টারপ্রাইজের সিএনজি অটোরিকশার শো-রুমে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ দেখতে পায় শো-রুমের বাইরে তালা দিয়ে ভেতরে কাজ চলছে।

পরে তাদের দরজা খুলতে বলা হয়। কিন্তু কর্মচারীরা দরজা খুলতে রাজি হয়নি। পরে তালা ভাঙার চেষ্টা করলে দরজা খুলে দেয় শো-রুমের কর্মচারীরা। এ সময় তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিআরটিএর কাগজপত্র, কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তার সিল জব্দ করা হয়। পরে ঘটনায় জড়িত শো-রুমের কর্মচারী হাফিজ হোসেন ও হাবিবুর রহমানকে আটক করা হয়।

Natore-Picture

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শো-রুমের কর্মচারী জানায়, দীর্ঘদিন ধরে আরআর এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিজান বিআরটিএর লোকজনের সঙ্গে যোগসাজশে করে লার্নার ও লাইসেন্সসহ যাবতীয় কাজ করে আসছেন। মিজানকে আটক করতে অভিযান শুরু করে করেছে পুলিশ।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।