রাজাকারের তালিকায় নওগাঁর ১০ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রথম পর্যায়ে প্রকাশিত রাজাকারের নামের তালিকায় নওগাঁর ১০ জনের নাম রয়েছে।

এরা হলেন- শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার ফাতাহ মোহাম্মদ, আবদুল মনয়েম কুম মওলানা, চকএনায়েত মহল্লার শামছুল হক, শিকারপুরের মোল্লা ফারাজ উদ্দিন, কোমাইগাড়ী মহল্লার দেওয়ান আলতাফ হোসেন, হাট-নওগাঁ মহল্লার ইসলাম, চকদেবপাড়া মহল্লার আব্দুর রহমান তরফদার, পার-নওগাঁ মহল্লার মো. আবুল কাশেম, নওগাঁ শহরের আবদুল মনেম খান ওরফে আকরাম এবং শিকারপুরের মো. ফারাজ উদ্দিন মোল্লা। তাদের সকলের বাড়ি নওগাঁ সদর উপজেলার।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানি বলেন, ২০১০ সালে আমাদের মুক্তিযোদ্ধা সাংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারদের তালিকা চাওয়া হয়েছিল। এরপর আমি সদর উপজেলা থেকে প্রায় ৪০/৪৫ জন রাজাকার, আলবদর ও আলশামসের নামের তালিকা পাঠিয়েছিলাম। সেখান থেকে প্রথম পর্যায়ে কয়েকজন রাজাকারের নাম প্রকাশ হয়েছে। এরপর হয়তো ধারাবাহিকভাবে অন্যদের নাম প্রকাশ করা হবে।

আব্বাস আলী/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।