শহীদ স্মৃতিস্তম্ভে জুতো পায়ে বিএনপি নেতারা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:৩৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯

মহান বিজয় দিবসে পায়ে জুতো পরিহিত অবস্থায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়সাল আমিন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালের এমন কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর সমালোচনার ঝড় তুলেছে সচেতন তরুণ সমাজ।

অন্য আরেকটি ছবিতে কয়েকজনকে জুতো পরিহিত অবস্থায় স্মৃতিস্তম্ভের বেদীতে উঠতে দেখা গেছে। ঠাকুরগাঁওয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি তার ফেসবুক টাইমলাইনে ছবিগুলো আপলোড করে লিখেছেন ‘বিজয় দিবসে ঠাকুরগাঁও বিএনপি নেতারা জুতো পায়ে শহীদ বেদীতে, কী সেলুকাস!’

jagonews24

সাবেক এই ছাত্রনেতার স্ট্যাটাসের নিচে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। আলমগীর হোসাইন রনি নামে একজন কমেন্টে লিখেছেন ‘খুবই দু:খজনক।’ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল হোসেন স্বপন কমেন্ট করেছেন বিয়ষটি দু:খজনক।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মানিক আলী (মনিরুজ্জামান মানিক) কমেন্টে লেখেন ‘দুঃখজনক তাহলে এখান থেকে কি শিখলেন আপনারা।’ প্রিতম দেব লিখেছেন ‘বড়দের থেকে আমরা কী শিখব?’ এ আর অনিক ও সোহেল সরকার নামে দু’জন ফেসবুক ব্যবহারকারী বিষয়টি ধিক্কার জানিয়ে কমেন্ট করেছেন।

jagonews24

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন, পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এদিন অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

তানভীর হাসান তানু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।