দেশের উন্নয়নে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হবে : টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি বলেছেন, দেশের উন্নয়নের অন্যতম বাধা মাদক। মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের নয়, পরিবার, সমাজ ও দেশ ধ্বংস করে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করবে যুবসমাজ। কাজেই দেশের উন্নয়নের মহাযাত্রা চলমান রাখতে ও সুস্থ জাতি গঠনে যুবসমাজ এবং নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তা সফল করতেই হবে।

মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উৎসর্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

Maddok-Rally

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিষ্ময়ে পরিণত হলেও মাদক আমাদের বাধাগ্রস্ত করছে। দেশের প্রায় ৭০ লাখ মাদকাসক্ত ঘুণে ধরার মতো দেশকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এটা রোধ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আফরোজা আখতার, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, নাট্যব্যক্তিত্ব শহিদুল আলম সাচ্চু, অধ্যক্ষ নজরুল ইসলাম, উৎসর্গের সম্পাদক তানজিলা আখতার, সাঁথিয়া প্রেস ক্লাবের সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

একে জামান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।