৭ বছরের শিশুকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

মাদারীপুর কবুতর চুরির ঘটনাকে কেন্দ্র করে ওসমান গনি (৭) এক শিশুকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে  রাখার অভিযোগ উঠেছে। বুধবার রাতে শহরের পূর্ব-রাস্তি এলাকায় ওসমান গনির মামা মাসুদ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি মাদারীপুর সদর উপজেলা ঘটমাঝি ইউনিয়নে উত্তর ঝিকরহাটি গ্রামে মাসুদ সরদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টা থেকে ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর রাত ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ওসমান গনির মরদেহ দেখতে পায় তার পরিবার। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশু ওসমানের বাড়ি উত্তর ঝিকরহাটি হলেও ছোট বেলা থেকেই সে তার মামা মাসুদ ফকিরের কাছে থেকে পড়াশুনা করতো। ওসমানের মামা কবুতর পালন করতো। সেই কবুতর বুধবার প্রতিবেশী এমদাদ মাতুব্বরের ছেলে আজিজুল মাতুব্বর চুরি করে। তার কাছে দুটি কবুতর ও একটি টর্চ লাইট পাওয়া যায়। টর্চ লাইটটি ওসমান ব্যবহার করতো। সেটা তার কাছ থেকে পাওয়ার পরই ওসামানের মরদেহ পুকুরে পাওয়া যায়। বর্তমানে অভিযুক্ত পরিবার পলাতক আছে।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদনে নিহতের পরিবারের অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।