মাদক ব্যবসায়ীদের ভিখারী করতে যা দরকার আমরা করবো : ইমতিয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯

সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেছেন, যারা মাদক ব্যবসায়ী তাদেরকে ভিখারি করতে যা করার দরকার আমরা করবো। এটি মাদক ব্যবসায়ীদের জন্য অশনি সংকেত। দেশকে আমরা মাদকমুক্ত করবো। এজন্য আমরা এক হয়ে কাজ করবো। ভীরুর প্রত্যেক দিন মৃত্যু হয়। সাহসিরা একবার মরে।

শুক্রবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বদলগাছী বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে- নওগাঁ জেলা মিডিয়া ফোরাম-ঢাকা।

তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিকভাবেই তা নিরসন করতে হবে। নইলে সমাজটা গ্রাস করে ফেলবে। মাদক নিয়ে বাবা হিসেবে আমি বা আমরা শঙ্কিত। আমাদের অজান্তে সন্তান কখন যে মাদকের সংস্পর্শে চলে যাবে তা বলা সম্ভব না। সন্তানর কার সঙ্গে মিশছে তা নিয়মিত তদারকি করতে হবে।

এসময় নওগাঁ মিডিয়া ফোরামের সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির, বদলগাছী থানা পুলিশের ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান ও সহ-যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে ‘আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর’ স্লোগানে একটি শোভাযাত্রা উপজেলার কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

আব্বাস আলী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।