ট্রাক্টরচাপায় প্রাণ গেল ভারতীয় নাগরিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরচাপায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি অপমৃত্যু হয়েছে। নিহত তপন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার মৃত অমর বিশ্বাসের ছেলে।

দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে তপন বিশ্বাস ব্যবসায়িক কাজে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সন্ধায় তিনি দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতে চা পানের জন্য দর্শনা বাসস্ট্যান্ডে আসেন।

চা পান শেষে হোটেলে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির কেরু এন্ড কোং এর আখবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

সালাউদ্দীন কাজল/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।