লক্ষ্মীপুরে মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
লক্ষ্মীপুরে মাইক্রোবাসের চাপায় মো. রনি নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টার হাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপুল এলাকার অটোরিকশা চালক জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা জাকির হোসেন জানান, রনি বিয়ের দাওয়াতে স্বজনদের সঙ্গে জব্বার মাস্টার হাট যায়। মাইক্রোবাস থেকে নেমে সেখানে সে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চালক মাইক্রোবাসটি পেছনে নিতে গেলে অসাবধানতাবসত সে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে আহতবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাজল কায়েস/এমবিআর/জেআইএম