মাশরাফির অনুপস্থিতিতে মাঠে ছুটছেন স্ত্রী সুমনা হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯

জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি।

সেই ধারাবাহিকতায় রোববার (২২ ডিসেম্বর) সদর উপজেলার সীবানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।

এ সময় সুমনা হক সুমি বলেন, মাশরাফি বিপিএল খেলায় ব্যস্ত, তাই আমি এসেছি অসহায়দের পাশে দাঁড়াতে। তিনি বলেন, সারাদেশের ন্যায় নড়াইলেও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দরিদ্র ও এতিম শিশুরা শীতে কষ্ট পাচ্ছে।

Narail-MP-Masrafi

কম্বল বিতরণকালে এতিমখানার কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা রাজপুর মহিলা এতিমখানা ও মাদরাসা ও দিঘলিয়া হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।

এর আগে সদর হাসপাতাল পরিদর্শন করেন সুমনা হক সুমি। সকালে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন।

Narail-MP-Masrafi

বৈঠককালে হাসপাতালে শূন্য পদে চিকিৎসক পদায়ন, আলট্রাসনোগ্রাফি মেশিন মেরামতসহ বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।