বেহুন্দি জাল দিয়ে মাছ ধরায় দুই জেলেকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরায় দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার চরআলগী এলাকার বেল্লাল হোসেনের ছেলে আবদুল হান্নান এবং আবদুল মন্নানের ছেলে মো. জমির।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জাটকা ইলিশসহ মাছের পোনা রক্ষায় সন্ধ্যায় মৎস্য বিভাগ ও পুলিশ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় চর আবদুল্লাহ এলাকার মেঘনা নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে দুই জেলেকে মাছ ধরতে দেখা যায়। পরে তাদেরকে আটক ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়। জালগুলোর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আটক দুই জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।