সাতক্ষীরা উপকূলে ঠাণ্ডায় সাতজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

সাতক্ষীরার উপকূলে তীব্র শীতে সাতজনের মৃত্যু হয়েছে। শ্যামনগর উপজেলার উপকূলবর্তী এলাকা কৈখালী এলাকায় শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ সাতজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, কৈখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা (৭০), ৪নং ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), একই এলাকার আব্দুল গাজী (৭০), ৩নং ওয়ার্ডের মৃত ওমর গাজীর ছেলে লুৎফর গাজী (৭০), ২নং ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), একই গ্রামের হামিদ গাজী (৭৬) এবং ৬নং ওয়ার্ডের বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্র বালা মন্ডল (৪৫)।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তীব্র শীতের কারণে শুক্রবার দুপুরের পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কৈখালী ইউনিয়নের সাতজনের মৃত্যু হয়েছে। উপকূলবর্তী আমার ইউনিয়নটি ভরতের সীমান্তবর্তী। এক পাশে ভারতের সীমান্ত নদী কালুন্দী। এ নদীর বেড়িবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। নিজস্ব অর্থায়নে ২শ কম্বল বিতরণ করেছি। সরকারিভাবে দেয়া হয়েছে ৪৬০টি কম্বল।

ঘটনার বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এম কামরুজ্জামান বলেন, শীতের কারণে মারা গেছে এমন তথ্য আমার কাছে নেই। তবে বার্ধক্যজনিত কারণে এসব মানুষগুলো মারা যেতে পারে। তারা বয়স্ক মানুষ।

আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।