‘মুজিববর্ষে’ পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯

মুন্সিগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করেছেন। এ সময় জেলার বিভিন্ন চ্যালেঞ্জ, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসপি আব্দুল মোমেন বলেন, মাদক পুরোপুরি নির্মূল করতে না পারলেও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নিয়েই আমরা কাজ করব। কোনো স্থানকে ‘মাদকের স্পট’ হিসেবে পরিচিত হতে দেয়া যাবে না। তাহলে পুলিশের কাজ কী? পুলিশ অবশ্যই এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

তিনি বলেন, ২০২০ সাল ‘মুজিববর্ষ’। আগামীকাল বুধবার থেকে মুজিববর্ষ শুরু হবে। মুজিববর্ষে মুন্সিগঞ্জে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিববর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মুজিববর্ষ ঘিরেই সারাদেশে পুলিশের কার্যক্রম নিয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা এবং সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।