ছাত্রলীগকে চাঁদাবাজি-টেন্ডারবাজি থেকে মুক্ত থাকতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০১ জানুয়ারি ২০২০

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সারাদিন রাজনীতি নয়, অধ্যায়ন হবে ছাত্রদের তপস্যা। কোনো অনৈতিকতা যেন আমাদের ছাত্র সমাজের ভেতর প্রবেশ করতে না পারে। ছাত্রলীগের মূল তপস্যাই হবে অধ্যাবসায়। তাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি থেকে মুক্ত থাকতে হবে। ছাত্রলীগের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। আজকে যে ছাত্র আগামী দিনে সে দেশের নেতৃত্ব দেবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু সমাজ উন্নয়ন একতা সংঘ। আর রানার আপ হয়েছে রূপালী ব্যাংক পিরোজপুর।

মাহামুদুর রহমান মাসুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।