উন্নয়নের ফলেই নারীরা এখন উদ্যোক্তা : এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০২ জানুয়ারি ২০২০

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়া ২০ জন নারী উদ্যোক্তা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ নারী জয়িতাকে সংবর্ধনা দিয়েছে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবারই সম্মানিত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা সবক্ষেত্রে অবদান রাখছেন। উন্নয়নের ফলেই নারীরা এখন উদ্যোক্তা হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারীদের কর্মক্ষমতা অনেক বেড়েছে। দেশের বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ও লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।