‘কিলিংমেশিন’ ভাইপার সাপটি ছেড়ে দেয়া হলো কুকরি-মুকরি বনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পন্ডিত বাড়ি এলাকার মো. শরিফ হোসেন নামে এক কৃষকের সবজি ক্ষেত থেকে রাসেল ভাইপার নামে একটি বিষধর সাপ উদ্ধার করেছে ভোলা বন বিভাগের কর্মকর্তারা।

সাপটি অতি গতি সম্পন্ন ও তীব্র বিষধর হওয়ায় সারা বিশ্বে এটি ‘কিলিংমেশিন’ ভাইপার নামেও পরিচিত। সাপটি উদ্ধারের পর শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরির গভীর বনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন ভোলা বন বিভাগের কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

বন বিভাগের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, গত বুধবার (১ জানুয়ারি) বিকেলে ওই কৃষকের ক্ষেতে জালের সঙ্গে আটকে থাকা সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা সবজির ক্ষেতের জাল থেকে ৫ ফুট লম্ব ও মোটা বিরল প্রজাতির কিলিংমেশিন ভাইপার সাপটি উদ্ধার করি। ভোলা থেকে গত ২০১৯ সালে ৪টি ও ২০২০ সালে প্রথম দিকে ১টিসহ মোট ৫টি এ প্রজাতির সাপ উদ্ধার করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।