বাঁশঝাড়ে মিলল নিখোঁজ শিশুর গলাকাটা লাশ
নাটোরে নিখোঁজ শিশু হাসানের (১০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পাইকেরদোল বারেকের মোড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান একই এলাকার প্রতিবন্ধী মোজাহার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার (২৯ ডিসেম্বর) থেকে হাসান নিখোঁজ ছিল। শনিবার সকালে বারেকের মোড় এলাকার রিপনের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান শ্রমিকরা। এ সময় তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে তাকে কী কারণে খুন করা হয়েছে তা এখনি জানাতে পারেনি পুলিশ।
নিহত শিশুটির বাবা প্রতিবন্ধী মোজাহার আলী বলেন, বারেকের মোড়ে স্থাপিত একটি সিসি টিভির ফুটেজে একটি ইজি বাইকের পেছনে হাসানকে দৌঁড়াতে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি। পুলিশ নির্মম এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছে।
রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ