সাড়ে পাঁচ হাজার মানুষকে কম্বল দিলেন এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৫ জানুয়ারি ২০২০
ছবি: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন এমপি শাওন

ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে একজন মানুষও শীতে কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার একজন কর্মী হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি আমি।

রোববার (০৫ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন প্রেস ক্লাবের সামনে লালমোহন উপজেলার গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এ সময় সাড়ে পাঁচ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এমপি শাওন। এর আগে লালমোহন উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে কার্যনির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

জুয়েল সাহা বিকাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।