পঞ্চগড়ে তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

পঞ্চগড়ে শুরু হয়েছে তৃতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ। রোববার (০৫ জানুয়ারি) সকালে সর্বনিম্ন ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে গতকাল শনিবার (০৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, পঞ্চগড়ে মূলত নভেম্বরের শুরু থেকে চলতি মৌসুমের শীতের তীব্রতা অনুভূত হয়। সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কম এবং ৪ ডিগ্রির বেশিকে শৈত্যপ্রবাহ বলা হয়। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ তীব্র, ৬ থেকে ৮ মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

গত ২৫ ডিসেম্বর বুধবার সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর টানা আটদিন মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায় তেঁতুলিয়াসহ পঞ্চগড়ে। এর আগে ৮ ডিসেম্বর ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়।

এদিকে টানা শৈত্যপ্রবাহ এবং কনকনে শীতের কারণে দুর্ভোগ কমছে না স্থানীয় খেটে খাওয়া মানুষের। আয় কমে গেছে কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমজুরের।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশা আর উত্তরের হিম করা বাতাসে দুর্ভোগে পড়ে মানুষজন। সকাল থেকে দৈনন্দিন কাজে যেতে পারেনি কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিনে তাপমাত্রা আবারও কমার আশঙ্কা রয়েছে।

সফিকুল আলম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।