পরিবেশ দূষণের দায়ে গুঁড়িয়ে দেয়া হলো ইটভাটা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে দুটি ইটভাটার চিমনি ও বিভিন্ন সরঞ্জাম গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া পুনরায় ইটভাটা চালু না করার জন্য মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ও মকবুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ইটভাটাগুলো হচ্ছে- সদর উপজেলার তেওয়ারীগঞ্জের সংসার ব্রিকস ও আন্দারমানিক এলাকার এইচবিএম। অভিযানের সময় পরিবেশ ছাড়পত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি ইটভাটার মালিকরা। এজন্য অবৈধভাবে ইটভাটা গড়ে তুলে পরিবেশ দূষণের দায়ে সরঞ্জামাদি, চিমনি, ইট পোড়ানোর চুল্লি ও কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় নোয়াখালী পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও পরিদর্শক সৌমেন মৈত্র উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোর চিমনি, ইট তৈরির সরঞ্জাম, কাঁচা ইট ও চুল্লি গুঁড়িয়ে হয়েছে। অনুমতি ছাড়া ভবিষ্যতে ইটভাটা পরিচালনা না করার জন্যও মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। এজন্য তাদের আর্থিক কোনো জরিমানা করা হয়নি। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।