নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাটের প্রকৌশলীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২০

নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী লিখন সরকারের (৩৫) মরদেহ মুন্সিগঞ্জের চর সন্তোষপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখন রাজবাড়ি জেলার রণজিৎ সরকারের ছেলে। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রকৌশলী লিখন সরকারের সহকর্মী মেহেদী হাসান জিসানের (৩৫) মরদেহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করে পুলিশ। জিসানের বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান।

প্রসঙ্গত, দুই প্রকৌশলী বাংলা ক্যাট কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির কাজে ৫ জানুয়ারি তারা আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। সেদিন রাতে ট্রলারে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে নদীতে পড়ে তারা নিখোঁজ হন।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।