কারাগারে হাজতির মৃত্যু
ঝিনাইদহ জেলা কারাগারে নিজাম উদ্দিন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের মৃত হেমচাদের ছেলে।
ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার গোলাম হোসেন জানান, মাদক মামলার আসামি হিসেবে নিজাম উদ্দিনকে আদালতের নির্দেশে গত ২০ ডিসেম্বর কারাগারে রাখা হয়। সোমবার বিকেল ৪টার দিকে তিনি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জেল সুপার আরও জানান, নিজাম উদ্দিন মাদক মামলায় ইতোপূর্বেও ৪-৫ বার কারাগারে এসেছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা বলেন, ময়নাতদন্ত শেষে জানা যাবে নিজাম উদ্দিনের কীভাবে মৃত্যু হয়েছে। কারণ আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ