মেলায় গিয়ে চাকরি পেলেন দুই শতাধিক যুবক-যুবতী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৬ জানুয়ারি ২০২০

‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। টিটিসি কর্তৃক আয়োজিত প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের লক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় প্রাণ আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪টি কোম্পানি এখানে স্টল প্রদর্শন করে। এসময় টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার যুবক-যুবতীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানিগুলো স্বাক্ষাৎকার গ্রহণ ও তাদের যোগ্যতা যাচাই করে কোম্পানির শুন্যপদে নিয়োগ প্রদাণ করেন। দিনব্যাপী এ চাকরি মেলায় জেলার ৬ উপজেলা থেকে আসা ২ শতাধিক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

চাকরি মেলা উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।

Jhenidah-job-fair-1

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর অ্যাডমিন আশরাফুল আলম, জামান জুট ডিভারশিফড মিলস’র ম্যানেজার আবুল বাসেদ প্রমুখ।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।