মৌলভীবাজারে অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৫৮ এএম, ২০ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্ত্রসহ মো. আশিক আলী (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে রাতে ৮টায় কুলাউড়া থানায় সোপর্দ করে। ভারতের কৈলাশহর জেলার লক্ষ্মীপুর থানার টিলাগাঁও গ্রামের বাসিন্দা মৃত ওয়াদ উল্লার ছেলে আশিক।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে আশিককে ভারতীয় অস্ত্র (এসডিবি, মডেল-৯৫ সিএল ৪.৫ এমএম (৭৭) এয়ারগান) এবং ভারতীয় ১২ হাজার ৯০০ টাকার বিভিন্ন মালামালসহ আটক করা হয়। রাত ৮টায় বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

রিপন দে/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।