ঝিনাইদহে ধর্ম নিয়ে কটূক্তি করায় স্কুলশিক্ষক আটক, এলাকায় উত্তেজনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩৪ এএম, ২৩ জানুয়ারি ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় ধর্ম নিয়ে কটূক্তি করায় পিন্টু কুমার মজুমদার নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। পিন্টু কুমার উপজেলার রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কুমিড়াদহ গ্রামের চণ্ডীপ্রসাদ মজুমদারের ছেলে।

জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) সকালে ফেসবুকে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দেন পিন্টু কুমার মজুমদার। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ফেসবুক থেকে তার পোস্টগুলো ডিলিট করে দেন তিনি। পরে রাতে স্থানীয়রা তার বাড়িটিতে হামলা চালায়।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর কুমিড়াদহ গ্রাম থেকে পিন্টু কুমার মজুমদারকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ, সরকারদলীয় নেতাকর্মী, ছাত্রলীগ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও আটককৃতের বিরুদ্ধে মামলা করা হয়নি।

আব্দুল্লাহ আল মাসুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।