শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:২১ এএম, ২৮ জানুয়ারি ২০২০

প্রবীণ রাজনীতিবিদ জাতীয় শ্রমিক লীগের সদ্য বিদায়ী সভাপতি শুক্কুর মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

প্রবীণ রাজনীতিবিদ শুক্কুর মাহমুদ বাংলাদেশ জাহাজি শ্রমিক লীগ ও নৌ-যান শ্রমিক ইউনিয়নের সভাপতি। তার মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জ বন্দরসহ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শুক্কুর মাহমুদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাদ জোহর শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং বাদ আছর বন্দর কদম রসূল দরগায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বন্দর বাগের জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হবে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।