আগুনে চারটি ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২০

মাদারীপুরের কালকিনিতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের কৃষক আনোয়ার ঢালীর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে আনোয়ার ঢালীর বসতঘর, একটি রান্নাঘর ও একই বাড়ির মন্নান ঢালীর বসতঘর ও তার একটি রান্নাঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আনোয়ার ঢালী বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কীভাবে বাঁচবো।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, আগুনে চারটি ঘর পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।