সাংবাদিক শিমুল হত্যার তৃতীয় বার্ষিকীতে নানা আয়োজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:০০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার তৃতীয় বার্ষিকী। এ উপলক্ষে সোমবার সকালে শাহজাদপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক শিমুল হত্যার বিচারকার্য দ্রুত শেষ করার দাবি জানান। এ সময় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। প্রথমে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে ৩ ফেব্রুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে সাংবাদিক শিমুলের স্ত্রী হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

ইউসুফ দেওয়ান রাজু/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।