তুচ্ছ ঘটনায় খুন, কিশোরগঞ্জে একজনের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

কিশোরগঞ্জের তাড়াইলে গৃহবধূ মারুফা হত্যা মামলায় বাচ্চু মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামি হীমা আক্তার ও রতনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ. রহিম এ রায় দেন। তিনি রতনপুর গ্রামের রইছউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি বাচ্চু অদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ মে বিকেলে রোদে লাকড়ি শুকানোকে কেন্দ্র করে তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হীমা আক্তারের সঙ্গে একই গ্রামের আ. রশিদের মেয়ে শরুফা ওরফে মারুফা আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাতের কোনো এক সময় মারুফা আক্তারকে আসামিরা গামছা দিয়ে হাত পা বেঁধে ধানক্ষেতের ড্রেনে নিয়ে ধারাল কাচি দিয়ে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় মারুফার বাবা আ. রশিদ বাদী হয়ে তাড়াইল থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে বিচার শেষে এ রায় দেয়া হয়।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।