স্ত্রীকে দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০
স্বামী নুর হোসেন পাটোয়ারী

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামী-স্ত্রীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো। স্ত্রীর মৃত্যুশোকে মারা গেলেন স্বামীও। স্ত্রী রেহানা আক্তারের (৫১) দাফন সম্পন্ন হওয়ার এক ঘণ্টা পর স্বামী নুর হোসেন পাটোয়ারী (৬০) মারা যান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন নুর হোসেন পাটোয়ারী। স্ত্রী রেহানা আক্তার সব সময় তার পাশে থেকে সেবাযত্ন করেছেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার বাড়ি ফেরার পথে রেহানা আক্তারের আকস্মিক মৃত্যু হয়। এতে ভেঙে পড়েন নুর হোসেন। এদিন বিকেল ৫টার দিকে স্ত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর এক ঘণ্টা পর স্বামী নুর হোসেনও মারা যান। প্রয়াত এই দম্পতির ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বশির আহম্মদ বলেন, বিষয়টি খুবই হৃদয় বিদারক। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।