পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১১:১৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের ৩ দিন পর বাবুল মন্ডল (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবুুল মন্ডল বাগেরহাট সদর উপজেলার হালিশহর গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে।

নিহতের ভগ্নিপতি মহানন্দ মধু জানান, গত ২৯ জানুয়ারি মহানন্দের বাড়ি বানিয়ারী গ্রামে বেড়াতে আসেন বাবুল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিক মোবাইলে কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে নাজিরপুর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন মহানন্দ। পরে শনিবার সন্ধ্যার দিকে পশ্চিম চরবানিয়ারী গ্রামের একটি ক্ষেতে বাবুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন।

নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. জাসিম উদ্দিন জানান, নিহতের ভগ্নিপতি মহানন্দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। বাবুলের মুখের নিচে ঠোটের বাম পাশের অর্ধেক অংশ কাঁটা এবং ঘাড়ে আঘাতের চিহ্নিসহ বুকে সিগারেটের ৫টি পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তিনি পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

মাহামুদুর রহমান মাসুদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।