ঝিনাইদহে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খন্দকার ক্লিনিকে শিশুটির জন্ম হয়। এই নবজাতক শৈলকুপা উপজেলার শিতালী গ্রামের খাইরুল ইসলাম ও বিথী খাতুন দম্পতির সন্তান।

এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাতে বিথী খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে মাঝরাতে অদ্ভুত আকৃতির এ কন্যা শিশুর জন্ম নিলে মুহূর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে এলাকার মানুষ শিশুটিকে দেখার জন্য ভিড় জমাতে থাকে। বর্তমানে শিশুটি শিতালী গ্রামে বাবা-মায়ের কাছে রয়েছে। শিশুটির মা বিথী খাতুন এখন সুস্থ আছেন।

শৈলকুপা গ্রামের শেফালী খাতুন বলেন, এমন শিশু আমি আগে কখনও দেখিনি। কী কারণে এমন শিশুর জন্ম হলো আল্লাহ ভালো জানেন।

শিশুটির দাদা বলেন, নবজাতকের মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় বড়। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। পরিবারে এটা আমার ছেলের প্রথম কন্যা সন্তান।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।