টাইগারদের বিশ্বজয়ে পিরোজপুরে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশের বিশ্বজয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ জয় করায় পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ক্রিকেটপ্রেমীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের পোস্ট অফিস সড়ক থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পোস্ট অফিস সড়কে এসে শেষ হয়। আনন্দ মিছিলে শহরের বিভিন্ন স্তরের পাঁচ শতাধিক ক্রিকেটপ্রেমী অংশ নেন। মিছিল শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় ক্রিকেটপ্রেমী আজমুল হুদা নিজুম বলেন, বাংলাদেশ এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তাই আমরা সবাই অনেক খুশি। আমরা চাই ক্রীড়াঙ্গনে আরও এগিয়ে যাক বাংলাদেশ। বিশ্বকাপজয়ী টাইগারদের অভিনন্দন।

প্রসঙ্গত, গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

মাহামুদুর রহমান মাসুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।