১৫শ মাস্ক জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে তিন লাখ টাকার ১৫শ মাস্ক জব্দ করেছে বিজিবি। সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে বিপুল পরিমাণ এসব মাস্ক জব্দ করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে এক চোরাকারবারীকে।

আটক চোরাকারবারী আব্দুল কাদের (২২) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা বিওপির টহল কমান্ডার নুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারত থেকে চোরাইভাবে আমদানি করা ১৫শ মাস্ক জব্দ করা হয়। আটক করা হয়েছে চোরাকারবারী আব্দুল কাদেরকে।

তিনি বলেন, জব্দকৃত বিপুল পরিমাণ এসব মাস্কের মূল্য তিন লাখ টাকা। আটক চোরাকারবারীকে মাস্কসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।