সাবেক এমপির ভাইকে প্রধান অতিথি না করায়!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এসময় প্রতিপক্ষরা কমপক্ষে ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সকালে শিবপুর উপজেলার যোশর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি শিবপুরের যোশর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শাহজাহান সাজুর ছোট ভাই ঠিকাদার কামালকে প্রধান অতিথি না করায় তার পক্ষের লোকজন আয়োজকদের ওপর ক্ষিপ্ত হয়। এ নিয়ে কামালের লোকজন বশির নামে একজনকে মারপিট করে। এরই মধ্যে পূর্ব শত্রুতার জেরে কামালের এক সমর্থক রতনকে মরজালের লোকজন মারপিট করেন। কামালের লোকজন মনে করেছে বশিরের পক্ষের লোকজন রতনকে মারপিট করেছে। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঠিকাদার কামালের সমর্থক বাবু, মৃদুল, মোরশেদ, বাসেদ, কালামিয়া, আলতাফ, জজমিয়া, মিলন, রবিন, শাহিন, টিটুগংসহ শতাধিক লোক বশিরের বাড়িতে হামলা চালায়।

পরে হামলাকারীরা ছালাম, শাহজাহান, বাদল, বশির, ওসমান, আমিরচান, আবু কালাম, মনির, হাবিবুর, লোকমানের বাড়িতে ও মন্নানের দোকানে হামলা, ভাঙচর ও লুটপাট করে। এসময় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, শিবপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ইউপি চেয়ারম্যান নাদিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ভুক্তভোগী বশির বলেন, সাবেক সংসদ সদস্য শাহজাহান সাজুর ছোট ভাই ঠিকাদার কামালকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় তার লোকজন আমাদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। পরে বাড়ি-ঘরে লুটপাট চালায়। প্রাথমিকভাবে ঘটনাটি নিয়ে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান দুই পক্ষকে নিয়ে ১৬ ফেব্রুয়ারি রোববার বসার কথা থাকলেও শনিবার দুর্বৃত্তরা হামলার ঘটনাটি ঘটায়।

এ বিষয়ে ঠিকাদার কামালের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা ও বানোয়াট।

শিবপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, মারামারির বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চলছে। ভাঙচুরের অভিযোগ এখনও পাইনি। পাইলে আইনগত ব্যবস্থা নেব।

সঞ্জিত সাহা/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।