প্রতি লিটার তেলে ৪০ মিলি কম, হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় ওজনে কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান। অভিযানকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে প্রতি লিটার তেলে কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী বলেন, প্রতি লিটার তেলে ৪০ মিলি কম দেয়ার অপরাধে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। ডিসি এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও ক্রেতা সাধারণকে প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্ক হতে হবে। এর পাশাপাশি প্রশাসনিক অভিযান চলবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।