শাজাহান খানের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবি
সাবেক মন্ত্রী ও মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাজৈরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. ডাবলু ব্যাপারী, শ্রমিক ইউনিয়নের ঘাট শাখার সভাপতি মো. ফারুক হোসেন, শিবচর শাখার কার্যকরী সভাপতি খোকন খা প্রমুখ।
এ কে এম নাসিরুল হক/বিএ