ঝিনাইদহে পিকনিকের গাড়িতে বখাটেদের হামলা, আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:২৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

ঝিনাইদহের নগরবাথান ঘোষপাড়া এলাকায় একটি পিকনিকের গাড়িতে হামলা চালিয়েছে বখাটেরা। হামলায় সাত শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিক্ষার্থী মিরাজ, মুন্না, প্রিয়াংকা, রূপা, কণিকা, মিতু ও মিম এবং কে কে পিবি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন খা। এদের মধ্যে চার শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

j

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন জানান, মুজিবনগরে বনভোজন শেষে সদর উপজেলার কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরছিলে। পথে চুয়াডাঙ্গার ১০ মাইল বাজার এলাকায় বখাটেরা পিকআপ নিয়ে ছাত্রীদের বাসের গতিরোধ করে।

শিক্ষকদের উপস্থিতিতে এর সমাধান হলে পুনরায় বখাটেরা ঝিনাইদহ সদরের নগরবাথান ঘোষপাড়া এলাকায় গাড়ির গতিরোধ করে মেয়েদের হাত ধরে টানাটানি করতে থাকে। শিক্ষক ও ছাত্ররা গাড়ি থেকে নেমে তাদের বাধা দিলে লাঠিসোটা নিয়ে বখাটেরা এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।

j

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে তাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।