দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল দুই যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০

মাদারীপুরে দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেল দুই যুবকের। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ইদ্রিস মাতব্বরের ছেলে হৃদয় মাতব্বর (২২) ও ফারুক শিকদারের ছেলে রাজন শিকদার (২৩)।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হৃদয় মাতব্বর ও রাজন শিকদার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তারা মারাত্মক আহত হন। সেই সঙ্গে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। রাজনকে গুরুতর আহত আবস্থায় ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।