পুত্রবধূকে কারা হত্যা করেছে প্রেস ক্লাবে গিয়ে বলে দিলেন শ্বশুর!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

সন্তানকে নিয়ে পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করলেন শ্বশুর। রোববার (২৩ ফেব্রুয়ারি) নড়াইল প্রেস ক্লাবে এসে এ কথা জানান নিহত গৃহবধূর শ্বশুর। নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় এ ঘটনায় নিহত গৃহবধূ আশা খাতুনের (২০) স্বামী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

নিহতের পরিবারের অভিযোগ, এক বছর আগে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে রফিকুলের সঙ্গে বিয়ে হয় সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের নুর ইসলামের মেয়ে আশা খাতুনের। বিয়ের পর থেকেই মাদকাসক্ত রফিকুল স্ত্রী আশাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো এবং বিভিন্ন সময় রফিকুল ও তার মা টাকার জন্য ছেলের শ্বশুরবাড়ি চাপ দিত। টাকা না দিলে চলতো নির্যাতন।

এরই জেরে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে রফিকুল ও তার মা হনুফা আশাকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। পরে বিষয়টি ভিন্ন দিকে নিতে ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে শনিবার সদর থানায় হত্যা মামলা করেন।

নিহতের শ্বশুর গাফফার মোল্যা রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের বলেন, আমার নেশাগ্রস্ত ছেলে রফিকুল ও তার মা হনুফা পুত্রবধূ আশাকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। না আনলে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতো। আমি প্রতিবাদ করলে আমাকেও মারতো। ঘটনার দিন ছেলে রফিকুল বৌমাকে মারধর করে। এতে বৌমা (পুত্রবধূ) নিস্তেজ হয়ে গেলে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে মেরে ফেলে। তিনি ছেলে ও স্ত্রীর বিচার দাবি করেন।

নড়াইল সদর থানা পুলিশের ওসি ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় সদর থানায় রফিকুল ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এটা হত্যা না আত্মহত্যা তা বোঝা যাবে। রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে ধরার চেষ্টা চলছে। মাদক সেবনের দায়ে রফিকুল কয়েক দফা জেলও খেটেছে।

হাফিজুল নিলু/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।