সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূইয়াগাঁতীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও বাসের হেলপার শুকুর আলী। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Sirajgonj-(1).jpg

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী নিশা পরিবহনের যাত্রীবাহী বাস ভূইয়াগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক বৃদ্ধা ও হেলপার নিহত হন। এ সময় বাসের ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।